০১ মার্চ ২০২০, ১৮:৪৫

শামীম ওসমানের চেয়ে বড় মাস্তান কেউ নেই

শামীম ওসমানের চেয়ে বড় মাস্তান কেউ নেই
এমপি শামীম ওসমান  © ফাইল ফটো

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আমার লোক হলেও অপরাধীদের খাতির করবেন না। আমার সামনে এসে সবাই ফেরেশতা সাজে। আমার কোনও মাস্তান দরকার নেই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নেই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান আর কেউ নেই।’

রবিবার (০১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে আয়োজিত আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে কিছুসংখ্যক প্রশাসনের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের অন্য কোনও দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। আমরাই যথেষ্ট।’

তিনি আরও বলেন, ‘রাতের বেলা ডাকলে এখনও দুই লাখ লোক বের করতে ১ ঘণ্টা সময় লাগে। আর ওই ক্যাপাসিটি আমার আছে। ঊনআশি সনে জিয়াউর রহমানকে আটকে রাখার লোক আমরা। আমরা জানি, কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে আন্দোলন ঠেকাতে হয় আমরা জানি।’

পুলিশ সুপার মো. জাহিদুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, সোনারগাঁও-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। পরে কর্মরত অবস্থায় নিহত হওয়া পুলিশ সদস্যদের পরিবারদের আর্থিক অনুদান দেওয়া হয়।