০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৫
ভোর ৬টা থেকে ভোটকেন্দ্রে ভোটাররা
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোর ৬টা থেকে ভোটকেন্দ্রে হাজির হয়ে গেছেন ভোটারেরা। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আজ শনিবার ভোরেই ভোট দিতে ইসলামবাগ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হাজির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের ভোটাররা। সকাল সাড়ে ছয়টার মধ্যেই তারা কেন্দ্রর সামনে এসে দাঁড়িয়েছেন।
কেবল প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হচ্ছিলেন তখন।
ভোট শুরু হবে সকাল ৮টায়।