মানুষের সাড়া আর জয়ের জরিপ মিলে গেছে: আতিক
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যে জরিপ করেছেন, তাতে বিশ্বাস করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেছেন, আমরা মাঠপর্যায়ে প্রচারে অংশ নিয়ে যে সাড়া পেয়েছি, জরিপের ফলের সঙ্গে তা মিলে গেছে।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা বনানী জামে মসজিদের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন আতিকুল ।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের বিপুল জয় হবে। নিজের করা জরিপের ওপর ভিত্তি করে এ কথা জানান সজীব ওয়াজেদ জয়। তাঁর ফেসবুকের ভেরিফায়েড পেজে গতকাল বৃহস্পতিবার এই জরিপের ফল তুলে ধরেন তিনি।
জয়ের জরিপে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ৫০ দশমিক ৭ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে আছেন ১৭ দশমিক ৪ শতাংশ ভোটার। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে সমর্থন আছে ৫৪ দশমিক ৩ শতাংশ ভোটারের। এই সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে সমর্থন আছে ১৮ দশমিক ৭ শতাংশ।
গতকাল সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। আজ শুক্রবার আতিকুল ইসলাম জুমার নামাজ আদায় করেছেন বনানী কেন্দ্রীয় জামে মসজিদে। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
দুপুরে জুমার নামাজ আদায় শেষে আতিকুল ইসলাম বনানী কবরস্থানে তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করেন।
আতিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে আমি জরিপটি দেখেছি। আমরা গত ১০ তারিখ থেকে নির্বাচনী গণসংযোগ ও প্রচার করেছি। সেখানে দল-মতনির্বিশেষে সবার উপস্থিতি ছিল। মা-বোনেরা বিজয় সূচক চিহ্ন (ভি সাইন) দেখিয়েছে। আমরা মাঠপর্যায়ে প্রচারে অংশ নিয়ে যা দেখেছি আর তরুণদের উচ্ছ্বাসের সঙ্গে জরিপ মিলে গেছে।’
তিনি বলেন, ‘যেখানেই পথসভা হয়েছে সেগুলো জনসভায়, আর জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। নৌকার প্রতি মানুষের ভালোবাসা দেখেছি। আমরা শতভাগ বিশ্বাসী। অবশ্যই জয়ী আমরা হবই হব।’