বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কবি নজরুল কলেজ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এ সংগঠনটির জন্ম হয়। তার ধারাবাহিকতায় আজ শনিবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২'তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে রাজধানীর কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ৭ টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তারা ১ মিনিট নিরবতা পালন করেন। এর আগে সকাল ৬টায় কলেজের মুক্ত মঞ্চের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও বেলা সাড়ে ১০ টার দিকে কলেজের মুক্ত মঞ্চে উৎসবমুখর পরিবেশে কেক কাটেন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।