এমন প্রকাশ্য হামলার বিচার হওয়া উচিত: কাদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ভিন্ন মতাবলম্বী হলেও বৈধতা পায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এমন প্রকাশ্য হামলার বিচার হওয়া উচিত বলেও উল্লেখ করেছেন তিনি।
তিনি বলেছেন, ভিপি’র সঙ্গে ভিন্নমত থাকতেই পারে। তবে তার ওপর হামলা নিন্দনীয়। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, ছাত্রলীগ হলেও ছাড় দেওয়া হবে না। আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত নিন্দনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। এ ধরণের নিন্দনীয় ঘটনা যারা ঘটিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত।
এসময় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম হাসপাতালে গিয়েছিলেন। তবে এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের সঙ্গে দলীয় কোন সম্পর্ক থাকলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এভাবে প্রকাশ্যে হামলার বিচার হওয়া উচিৎ বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের নিজকক্ষে নুরের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাঁদের মধ্যে রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।