২০ ডিসেম্বর ২০১৯, ১৫:১০

ক্যাসিনো সম্রাটের মুক্তির পোস্টারে ছেয়ে গেছে আ’লীগের সম্মেলনস্থল

সম্রাটের মুক্তির দাবিতে লাগানো পোষ্টার  © সংগৃহিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। পুরো সম্মেলনস্থল ক্যাসিনো সম্রাট যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নিঃশর্ত মুক্তি চাই’ পোস্টারে ছেয়ে গেছে।

শুক্রবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনস্থলের চারপাশ ঘুরে এ দৃশ্য দেখা গেছে। ঢাকার তৃণমূলের সর্বস্তরের যুবসমাজ ও ঢাকার সর্বস্তরের যুবসমাজ নাম দিয়ে পোস্টারগুলো লাগানো হয়েছে।

সম্মেলনস্থল ঘুরে দেখা গেছে, বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গেট দিয়ে প্রবেশ করেন তার পাশের শিশুপার্কের গেটজুড়ে সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার লাগানো হয়েছে। পাশাপাশি সম্মেলনস্থলের চারপাশের দেয়ালজুড়েও ক্যাসিনো সম্রাটের পোস্টার লাগানো হয়েছে।

এছাড়া শিশুপার্কে গেট, সোহরাওয়ার্দী উদ্যানের ছবিরহাটের গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের গেট, রমনা কালীমন্দিরের গেট, তিন নেতার মাজারের গেটের সামনে মেট্রোরেলের সীমানা দেয়ালে সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার লাগানো হয়েছে। এর পাশাপাশি দোয়েল চত্বর, হাইকোর্টের সামনে, জাতীয় প্রেসক্লাবের বিপরীতেও সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার লাগানো হয়েছে।

সেখানে লেখা হয়েছে ‘ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দুঃসময়ের পরীক্ষিত কর্মী যুবলীগের ইসমাইল চৌধুরীর সম্রাটের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই’।

প্রসঙ্গত, নানা বিতর্কিত কর্মকান্ডের জন্য যুবলীগ থেকে বহিষ্কৃত হন সম্রাট। গ্রেফতারের পর বন্য প্রাণীর চামড়া রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন। অস্ত্র ও মাদক রাখায় সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলাও করা হয়। দুই মামলায় সম্রাটকে রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।