সুপ্রিম কোর্টের সামনে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

সুপ্রিম কোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান
সুপ্রিম কোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান   © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে উচ্চ আদালতের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এসময় তাদের হাতে কোন ব্যানার-ফেস্টুন দেখা যায় নি। তবে তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। বিএনপি নেতাকরর্মীদের অবস্থানের কারনে সুপ্রিম কোর্ট এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

যদিও বিএনপি কর্মীদের এ হঠাৎ অবস্থানে দলটির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি। বিএনপি কর্মীদের আদালতের সামনে অবস্থানের কারণে নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের সব গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ