বিপুল পরিমাণ টাকা সরিয়ে ফেলেছেন সম্রাট
ক্যাসিনো কিং হিসেবে পরিচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাছে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের একটি সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সম্রাট জানায় ক্যাসিনো, টেন্ডারবাজি ও চাঁদাবাজি থেকে তিনি বিপুল টাকা উপার্জন করেন। ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর থেকে তিনি কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যালয় অবস্থান করেন। সেখান থেকে নগদ টাকা অন্যত্র সরিয়ে ফেলেছেন সম্রাট। কিন্তু সেই টাকা কোথায় বা কার কাছে রেখেছেন সে বিষয়ে মুখ খুলছেন না ক্যাসিনো সম্রাট।
সূত্র আরো জানায় সম্রাটের ক্যাশিয়ার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সহ-সভাপতি আরমান ক্যাসিনোও চাঁদাবাজি-টেন্ডারবাজি টাকার বড় অংশ আরমানের কাছে রাখতেন সম্রাট।
উল্লেখ্য রমনা থানায় করা অস্ত্র ও মাদক আইনের মামলায় ইসমাইল চৌধুরী সম্রাট কে ১০ দিন এবং তার সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি আরমানকে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র্যাব। র্যাবের জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।