‘ভর্তির ঘটনা ধামাচাপা দিতে শ্যামলের ঘটনা সামনে এনেছে রাব্বানী’
ছাত্রলীগ থেকে পদ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানীর বিরুদ্ধে অবৈধভাবে এমফিল ভর্তি হয়ে ডাকসু নির্বাচন করার অভিযোগ উঠেছে। সে ঘটনাকে ধামাচাপা দিতেই গোলাম রাব্বানী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বিরুদ্ধে ফেইসবুকে বিতর্কিত ‘বায়ো’র অভিযোগটি সামনে এনেছেন বলে দাবি করেছেন শ্যামল।
রোববার (২০ অক্টোবর) সকালে সাড়ে ১১টার দিকে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব দাবি করেন শ্যামল। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সভাপতি প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
সংবাদ সম্মেলনে শ্যামল বলেন, ‘ডাকসুর জিএস গোলাম রাব্বানীর এমফিল ভর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। আমার যতটুকু ধারণা, এ বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ঠুনকো ঘটনাকে সামনে নিয়ে এসেছে সে।’
তিনি বলেন, ‘গোলাম রাব্বানী আর আমি একই হলের ছাত্র। সে আমার দুই বছরের জুনিয়র। আমরা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হতে পারি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে বড় ভাই ছোট ভাই একটা সম্পর্ক আছে। গতকালের বিষয়টি সে আমাকে ব্যক্তিগতভাবে জানাতে পারতো। কিন্তু তা না করে সে বিষয়টিকে ঘোলাটে করতে চেয়েছে।’ৎ
বিতর্কিত ওই ফেইসবুক একাউন্টের ‘বায়ো’ নিয়ে রাব্বানী রাজনীতি করে ছাত্রদলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্কিত করতে চেয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন শ্যামল।