০৬ অক্টোবর ২০১৯, ১৩:৫৯

সম্রাটের তিন স্ত্রী কে কোথায় আছেন?

  © ফাইল ফটো

গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা সম্রাটের ব্যক্তি জীবন নিয়ে জনমনে নানা কৌতূহল। যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের তিনজন স্ত্রী রয়েছেন। এরমধ্যে একজন বিদেশি স্ত্রী আছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

জানা গেছে, সম্রাটের দুই স্ত্রীর মধ্যে প্রথম পক্ষের স্ত্রী বাড্ডায় থাকেন। এ পক্ষে সম্রাটের এক মেয়ে রয়েছেন। তিনি পড়াশোনা শেষ করেছেন।

সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী মহাখালীর ডিওএইচএসে থাকেন। তার এক ছেলে মালয়েশিয়ায় এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সম্রাট মহাখালীতে দ্বিতীয় স্ত্রীর বাসাতেই স্থায়ীভাবে থাকতেন।

এছাড়া সিঙ্গাপুরে সম্রাটের বিদেশি একজন স্ত্রী আছে বলেও পারিবারিক সূত্র জানায়। তবে ওই স্ত্রীর ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করা হয়। সেখানে মুনির চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে তারা লুকিয়ে ছিলেন বলে জানা গেছে। আজই তাদেরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে র‌্যাব।

গোয়েন্দা সূত্র জানায়, যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে তাদের নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়েছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি।

এর আগে, শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্রাটের গ্রেফতারের বিষয়ে বলেন, ‘দেখবেন, আপনারা শিগগিরই দেখবেন। সম্রাট হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনব। আপনারা সময় হলেই দেখবেন।’