২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৭

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন ২৫ সেপ্টেম্বর

  © ফাইল ফটো

জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে, শিক্ষাসহ সমস্ত গণতান্ত্রিক অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর ১৯ দুপুর ১২টায় সম্মেলনে আগত বিদেশী ভ্রাতৃপ্রতিম ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের বাম-প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের নেতৃবৃন্দের মতবিনিময় সভা ডাকসু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। আগামী ২৭ সেপ্টেম্বর ১৯ সকাল সাড়ে ১০টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহযোগী সংগঠন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে ‘বৈশ্বিক উষ্ণতা-জলবায়ু পরিবর্তন, এতদ অঞ্চলে এবং বিশ্বে এর প্রভাব ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। এতে আলোচনা করবেন ভারতের বিশিষ্ট বিজ্ঞান ও পরিবেশ আন্দোলনের নেতা অধ্যাপক শুভাশিষ মুখোপাধ্যায়, অধ্যাপক আনু মোহাম্মদ এবং ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপিন ও মালয়েশিয়ার ছাত্র-যুব নেতৃবৃন্দ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সংগঠনের ৫ম সম্মেলন উদ্বোধন করবেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহিদ ডা. সামছুল আলম মিলনের শ্রদ্ধেয় মা সেলিনা আক্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা বাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান। বক্তব্য রাখবেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন। সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট সভাপতি ইমরান হাবিব রুমন, অর্থ সম্পাদক রুখসানা আফরোজ আশা, ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আলমগীর সূজন, সাধারণ সম্পাদক রাজীব গান্দিসহ অন্যান্য নেতৃবৃন্দ।