সুদিনে নয়, দুর্দিনে শোভনের পাশে থাকতে চান সেই দিয়া
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৮ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৭ PM
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ গোলাম রাব্বানীর চারিত্রিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জেরিন দিয়া।
মধুর ক্যান্টিনে মারামারির ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার হন জেরিন দিয়া। এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শোভন ও রাব্বানীর উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া ওইসব ঘটনায় আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানা গেছে।
সে সব খবরের পর অনেকদিন আলোচনায় ছিলেন না ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এ সাবেক সদস্য। তবে শোভন-রাব্বানীর বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও সরব হলেন তিনি। তবে এবার কোনো অভিযোগ নয়, ছাত্রলীগের সাবেক সভাপতিকে ভালো থাকার পরামর্শ দিয়ে তিনি ফেসবুকে লিখেছেন,
‘পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয়, ঠিক তেমনি কোন মানুষকে যতটা আপন মনে হয় ততটা আপন নয় !
শত্রু মনে করে যাদের সরিয়ে দিয়েছেন তাদেরকেই আপনি পাশে পাবেন। আশাকরি ভুল থেকেই ভালো কিছু হবে।
আপনার সুদিনে পাশে ডাকেন নি কিন্তু দুর্দিনে পাশে ডাইকেন।
ভালো থাকবেন শোভন ভাই’