শোভন-রাব্বানীর ভাগ্য নির্ধারণ সন্ধ্যায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৪ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৪ PM
সম্প্রতি ছাত্রলীগের আলোচিত ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠায় সমালোচনার মুখে পড়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। গত ৭ সেপ্টেম্বর দলীয় ফোরামে ছাত্রলীগের শীর্ষ দুই নেতার বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সূত্রে জানা, ছাত্রলীগের দায়িত্ব বহাল থাকছেন কিনা কিংবা তাদের জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে কিনা আজ (শনিবার) সন্ধ্যায় এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা রয়েছে। সেখানে অন্যান্য ইস্যুর সঙ্গে ছাত্রলীগের বিষয়টিও আসতে পারে। সেক্ষেত্রে বিকল্প নেতৃত্ব, আগাম সম্মেলন, আহ্বায়ক কমিটি, ভারপ্রাপ্ত বা শোভন-রাব্বানীকে ক্ষমা করে পুনর্বহাল সবকিছুর সম্ভাব্যতা যাচাই করা হতে পারে।
এদিকে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্প থেকে ৪-৬ ভাগ চাঁদা দাবির অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তবে এসব ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
নানা অনিয়মের অভিযোগ ওঠায় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর গণভবনে প্রবেশের পাস বাতিল করা হয়। গণভবনে প্রবেশের ক্ষেত্রে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্থায়ী অনুমতি ছিল। ফলে এতদিন গণভবনে প্রবেশের জন্য অন্য অনেকের মতো তাদের আলাদা কোনো অস্থায়ী পাস বা প্রবেশ কার্ড নেওয়া লাগত না।