শোকের মাসের শুরুতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই শোকের মাস আগস্টের প্রথম প্রহরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বঙ্গবন্ধুসহ ওইদিন নিহতদের স্মরণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ছাত্রলীগ।
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ৩১ জুলাই মধ্যরাত ১২টা এক মিনিটে অর্থাৎ ১ আগস্ট প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মাসটিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ । ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উপস্থিত পরিবারের সকল সদস্যকে হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ সহ এই মাসে আওয়ামী পরিবারের সকল শহীদদের স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করেন তারা।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে সংক্ষিপ্ত আলোচনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব এর সঞ্চালনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত প্রক্টর মোঃ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু-নীল দল সভাপতি সিদ্ধার্থ দে সিধু প্রমুখ।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মাসুম হাওলাদার, আলজাবির, সঞ্জয় মুখার্জি, মাসুদুল মান্নান সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতৃবিন্দ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুই বাংলাদেশ। তাঁর জন্ম না হলে হয়তো বাংলাদেশ হতো না। আগস্ট মাস আওয়ামী পরিবারদের জন্য শোকের মাস। এসময় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বক্তারা।
এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনীকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবী জানায় ছাত্রলীগ।