স্কুল-কলেজে আগাম ছুটি দেওয়ার আহবান নাসিমের
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল-কলেজে আগাম ছুটি দিতে শিক্ষামন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাবের কারণে অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মোহাম্মদ নাসিম বলেন, সামনে কোরবানির ঈদ। তখন স্কুল-কলেজ এমনিতেই ছুটি দেয়া হবে। সেই ছুটি আগে দিলে বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ পোলিমুক্ত হয়েছে, মাতৃ মৃত্যু হার শূন্যের কোটায় নেমে এসেছে। কিন্তু কিছু দায়িত্বহীন ব্যক্তির কারণে সরকারকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। অন্য দেশে ডেঙ্গু নিয়ে কী হচ্ছে, সেটা দেখার দরকার নেই। আমার দেশে কী হচ্ছে সেটা দেখার বিষয়।
সাবেক এই মন্ত্রী বলেন, ‘যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখনও এ বিষয়ে সিটি কর্পোরেশনকে বলেছিলাম। আগাম সতর্কতার পরও কী কারণে ডেঙ্গু মোকাবেলায় পদক্ষেপ নিতে পারলাম না। এখন বলা হচ্ছে, ওষুধ কাজ করছে না। আনা হচ্ছে। কিন্তু সেটা এখন কেন?’
এসময় ১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন আর মিটিং-মিছিল করার দরকার নেই। ওয়ার্ডে ওয়ার্ডে সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। শুধু লোক দেখানো আর ছবি তোলার জন্য পরিচ্ছন্নতা অভিযান চালালে হবে না, এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আর সিটি কর্পোরেশনকেও লোক দেখানো অভিযান বন্ধ করতে হবে।
তিনি বলেন, প্রকৃতপক্ষে এক মাস নেতাকর্মীরা রাজধানীজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালালে ঢাকার চেহারা পাল্টে যাবে। বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীসহ অন্য সংস্থাকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, এবারই প্রথম নয়, আগেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয়েছে, আগস্টে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটবে।
আইসিডিডিআরবি থেকে বলা হয়েছে, মশার মারার ওষুধ কার্যকর নয়। এখন ডেঙ্গুকে গুজব বলা হচ্ছে। এটা সিটি কর্পোরেশনের ব্যর্থতা। সিটি কর্পোরেশনের কেউ এ ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করেনি। মশক অধিদফতরের কাজ কী শুধু খালি ড্রাম জড়ো করে রাখা? তিনি আরও বলেন, ওষুধ ক্রয়ে দুর্নীতি, অদক্ষতার বিষয়টি সরকারের খতিয়ে দেখা উচিত।