সিভাসু ছাত্রলীগের সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সার্বিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে ‘সম্প্রীতি সমাবেশ ও র্যালী’র আয়োজন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীসহ সিভাসু ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশে সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল কর্তৃক সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতির পাঁয়তারার প্রতিবাদে এ র্যালির আয়োজন করা হয়।
সমাবেশ-র্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ, ওয়্যারলেস ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্রলীগ নেতা ডা. পায়েল দত্ত, শান্ত শ্যামল দাস, রাশেদুল ওয়াহেদ অতুল, বোরহান উদ্দিনসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্রলীগ নেতা শান্ত শ্যামল দাশ বলেন সাম্প্রদায়িকতাকে পুঁজি করে দেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তিরা যে কালো ছক অঙ্কন করছে তার বিরুদ্ধে সিভাসু ছাত্রলীগ সর্বদা সচেষ্ট ছিলো,আছে এবং থাকবে।
ডা. পায়েল দত্ত তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো সাম্প্রদায়িক চক্রকে ষড়যন্ত্র করতে দেয়া হবে না। চট্টলরত্ন, শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের চট্টলায় কোন সাম্প্রদায়িক শক্তির ঠাঁই হবে না।