বেরোবিতে শোভন, ঢাকায় ফিরে পূর্ণাঙ্গ কমিটির আশ্বাস (ভিডিও)
আপনারা যদি কমিটি চান তাহলে আমি ঢাকায় গিয়েই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো এমন ঘোষণা দিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। শুক্রবার বিকাল ৬টায় কুড়িগ্রাম থেকে ত্রাণ দিয়ে ঢাকায় ফেরার পথে বেরোবিতে নেমে এই কথা বলেন তিনি।
বেরোবিতে বর্তমান কমিটির মেয়াদ পার হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। এ নিয়ে শাখা ছাত্রলীগের কর্মীদের মাঝে বিভিন্ন ধরণের ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভন বেরোবিতে অল্প সময়ের জন্য নামলে ছাত্রলীগের উপস্থিত কর্মীরা তাদের ক্ষোভের কথা জানায়। এর জবাবে ঢাকায় ফিরেই কমিটি দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, আমরা প্রায় ১১ মাস আগে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে দিয়েছি। এরপরেও কেন্দ্রীয় ছাত্রলীগ সেটা আমলে নেয়নি। আজ কুড়িগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তিনি ক্যাম্পাসের সবার সামনে এসে ঢাকায় ফিরেই কমিটি দেওয়ার ঘোষণা দিয়ে গেছেন। আমরা আশাবাদী যে, যত দ্রুত সম্ভব তিনি আমাদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে শাখা ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ে অন্যতম একটি শক্তিতে পরিণত করবেন। এজন্য শাখা ছাত্রলীগ তার প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্বদ্যিালয় শাখা ছাত্রলীগের সম্মেলন হয়েছিলো ২০১৭ সালের ৪ এপ্রিল। এখন থেকে প্রায় ২ বছর ৩ মাস আগে। পরেরদিন ৫ এপ্রিল আবু মোন্নাফ আল তুষার কিবরিয়াকে সভাপতি এবং কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য কমিটি ঘোষণা করেছিলেন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।