অনলাইনে অর্থনৈতিক সম্মেলন করবে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনসহ আশেপাশের বিভিন্ন ভবনের দেয়ালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ হিযবুত তাহরীর অনলাইন অর্থনৈতিক সম্মেলনের একাধিক পোস্টার দেখা যাচ্ছে। জানা গেছে, আসন্ন খেলাফত রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখাই হলো এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়।
আগামী ৫ জুলাই শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে অনলাইন ভিত্তিক এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে পোস্টারগুলোতে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও একাধিক দেয়ালে টাঙানো এই পোস্টারে দেখা যায়, বর্তমান শাসনব্যবস্থাকে অপসারণ করে খেলাফতে রাশিদাহের পুনঃপ্রতিষ্ঠার রাজনৈতিক কর্মসূচি এই সম্মেলনের তিনটি মূল এজেন্ডার মধ্যে একটি করা হয়েছে।
এছাড়া বাকী দুইটি মূল এজেন্ডা হলো, ১- উন্নয়নের নামে শেখ হাসিনা সরকারের দেশ ধ্বংসের নীতিসমূহ তুলে ধরা। ২- খেলাফতে রাশিদার নেতৃত্বশীল অর্থনীতির রুপরেখা তুলে ধরা।
এতে অনলাইন সম্প্রচারের সাইট দেওয়া রয়েছে, http://www.alwaqiyah.tv, www.facebook.com/alwaqiyah.tv, www.youtube.com/user/alwaqiyahtv