এবার আমরণ অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতরা
- রায়হান আহমেদ, ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ জুন ২০১৯, ০৬:২৩ PM , আপডেট: ২৮ জুন ২০১৯, ০৬:৫২ PM
অবস্থান কর্মসূচি থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। চারদফা দাবিতে নতুন করে আমরণ অনশনে বসেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিতরা। আজ শুক্রবার বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন।
গত ২৬ মে দিবাগত রাত একটা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচি শুরু করেছিল ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া অংশ। ধারাবাহিক ঘোষণার অংশ হিসেবে ওই অংশের সদস্যরা পবিত্র ঈদুল ফিতরের দিনটিও সেখানেই কাটিয়েছেন।
তাদের চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত, বাংলাদেশ ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে ১৯টি পদ শূন্য ঘোষণা করেছে অবিলম্বে তাদের নাম পদসহ প্রকাশ করা এবং বাকি যারা বিতর্কিত আছে সবাইকে অব্যহতি দেয়া, পদবঞ্চিতদের মধ্য থেকে যোগ্যতার বিচারে বিতর্কিতদের স্থানে পদায়ন করা এবং মধুর ক্যান্টিনে (১৩মে), টিএসসিতে (১৮মে মধ্যরাতে) তাদের উপর যে হামলা চালানো হয়েছে তার বিচার নিশ্চিত করা।
অনশনের ব্যাপারে জানতে চাইলে পদবঞ্চিত নেতা ও ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা গতকাল ২৪ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি। সেজন্য আমরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যস্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।