৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৫৪

বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উসামা বললেন—‘আমার তোলা ছবি’

মুফতি আলী হাসান উসামা ও তাকে দেওয়া টাকার খামসহ উপহার  © সংগৃহীত

সদ্য জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া আলোচিত মুফতি আলী হাসান উসামাকে এক হাজার টাকাসহ খাম ও জায়নামাজ উপহার দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল হকের বিরুদ্ধে। ধানের শীষ প্রতীক ও আমিনুল হকের নাম লেখা খামটির ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নেটিজেনদের অভিযোগ, আসনের একাধিক মসজিদের খতিবকে নিজের পক্ষে টানতে এমন আর্থিক উপহার দিচ্ছেন আমিনুল হক। তবে তার পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া খামটিতে প্রাপকের অংশে লেখা রয়েছে, ‘জনাব, খতীব সাহেব, বায়তুস সালাত জামে মসজিদ।’ এর নিচেই লেখা ‘১০০০/=’, যা টাকার অঙ্ক প্রকাশে বহুল ব্যবহৃত পদ্ধতি। খামের মাঝ বরাবর ওপরের অংশে বিএনপির দলীয় পতাকা, বাম পাশে বড় করে ধানের শীষের প্রতীক এবং দলীয় প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বায়তুস সালাত জামে মসজিদটি মিরপুরের পল্লবীতে অবস্থিত। দীর্ঘদিন ধরে এ মসজিদের খতিব হিসেবে রয়েছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আলী হাসান উসামা। সম্প্রতি তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দিয়েছেন।

খামের ছবিটি ফেসবুকে পোস্ট করে মুফতি গোলাম রাব্বি ইসলাম নামে এক ব্যক্তি লিখেছেন, ‘মসজিদের খতিবকে ধানের শীষের পক্ষে প্রচার করার জন্য ১ হাজার করে দিয়েছেন ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এভাবে টাকা দেওয়া কতটুকু বৈধ?’

তিনি বলেন, ‘আপনি হাদিয়া দিতেই পারেন,কিন্তু এভাবে দলীয় প্রতীক সহকারে খামের মাধ্যমে? কি মনে হয়, ১ হাজার টাকা দিয়ে আমাদেরকে কেনা যাবে? আরে বাবা, আমাদের এক দিনের ইনকাম সম্পর্কে জানো? এরা সবাইকে জমিয়তের মৌলোভী মনে করে, মনে করে জমিয়তের মতো সবাইকে কেনা যাবে!’

ফেসবুক পোস্টের সূত্র ধরে মুফতি গোলাম রাব্বির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের ওলামা বিভাগের রোকন ও মাজলিসুল মুফাসসিরিনের সদস্য বলে পরিচয় দেন। জানতে চাইলে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘এ খামটি আলী হাসান উসামা ভাইকে দেওয়া। উনি পোস্ট করেছে, আপনি ফেসবুকে আলী হাসান উসামা লিখে সার্চ করেন, পেয়ে যাবেন।’

আরও পড়ুন: তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

তিনি বলেন, ‘উনি পোস্ট করেছেন ভিন্নভাবে, আমি পোস্ট করেছি ভিন্নভাবে।’ মুফতি গোলাম রাব্বি বলেন, ‘পোস্টে আমি বলেছি যে আলেম বা ইসলামপন্থী, বিশেষ করে জামায়াতে ইসলামী যারা করে—এই মাইন্ডের অথবা ইসলামের বিজয় চায়, এই মাইন্ডের কাউকে কেনা যাবে না।

এ প্রতিবেদন লেখার সময় মুফতি আলী হাসান উসামার ফেসবুকে এ ধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি। তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এর সত্যতা নিশ্চিত করেছেন তিনি। তার ভাষ্য, ছবিটি তিনি নিজ মোবাইল ফোনেই তুলেছেন।

ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল হকের মোবাইল ফোনে বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার কল দিলে তিনিও রিসিভ করেননি। তবে খতিবদের টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করে আমিনুল হকের প্রধান মিডিয়া সমন্বয়ক এস এম আশরাফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এটি সত্য নয়, আমিনুল হক ভাই জীবনেও এভাবে টাকা দেবেন না। আর যদি দিতেনও, একজন খতিবকে এক হাজার টাকা দেবেন কেন? আমিনুল হক ভাই ১ হাজার টাকা ভিক্ষুকদের দেন।’