আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইশতেহারে আইইএলটিএস, জিআরই, জিম্যাট, স্যাট পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষার্থীদের সহজ শর্তে শিক্ষাঋণ প্রদান করা কথা জানিয়েছে দলটি। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে দলটির ইশতেহার প্রকাশ করা হয়।
দলটির ইশতেহার অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস, জিআরই, জিম্যাট, স্যাট পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে শিক্ষাঋণ প্রদান করা হবে। মধ্যপ্রাচ্য, জাপান ও কোরিয়ার শ্রমবাজারকে লক্ষ্য করে প্রফেশনাল ইংরেজি ও বিদেশি ভাষা, অফিস ম্যানেজমেন্ট ও বেসিক আইটির পাশাপাশি আইটি, স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, নার্সিং, লজিস্টিক্স, হসপিটালিটি ও প্রকৌশল খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া, উৎপাদনশীলতা বৃদ্ধি ও উচ্চ আয়ের নিশ্চয়তা দিতে কারিগরি শিক্ষাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে এনসিপির। এই লক্ষ্যে দেশজুড়ে আধুনিক ট্রেড স্কুল স্থাপন এবং ব্যাপকহারে 'শিক্ষানবিশ' কর্মসূচি চালু করা, গতানুগতিক শ্রমিকের পরিবর্তে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ 'ট্রেডসপারসন' বা কারিগর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন দলটি।