৩০ জানুয়ারি ২০২৬, ১৯:৩১

এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে : নাহিদ ইসলাম

রাজধানীর গুলশানে এনসিপির ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম  © টিডিসি ফটো

এনসিপি তার নিজস্ব ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের অংশীদার হলে আমরা এটাকে বাস্তবায়ন করব। আমরা একটা জোট প্রক্রিয়ায় আছি। এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও, এই জোট সরকার গঠন করলে কোন নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে চাপ প্রয়োগ করবে না বা গাইড করবে না। বরং আমরা একটা সমন্বিত জায়গায় এসে কাজ করব। আমাদের যে নূন্যতম রাজনৈতিক কর্মসূচি, সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে থাকব। ফলে এ কারণে এনসিপি তাদের নিজস্ব ইশতেহার দিচ্ছে যেটা বাস্তবায়নে জন্য বদ্ধ পরিকর থাকবে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে এনসিপির ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমাদের নতুন বন্দোবস্তের যে লড়াই, যে দাবি নিয়ে শুরু করেছিলাম, আমরা এখনও সেই দাবিতেই আছি। অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম। কিন্তু একটা পর্যায়ে এসে সংস্কারে এসে মধ্যস্থতা হয় বক্তব্য গবেষণা করার জন্য। সেখানে আমরা আমাদের পরিমিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি। নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা, আমরা এখন একটা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি। একটা দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেক সুযোগ হারিয়েছি। কিন্তু এই সময় আমাদের অনেক সম্ভাবনা এবং অনেক কিছু অর্জন হয়েছে। ফলে সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি। যেটা নির্বাচনে গণভোটের মাধ্যমে দিয়ে বাস্তবায়িত হবে। আমরা নতুন বন্দোবস্তে সেই লড়াই দিকে যাব।

তিনি আরও বলেন, অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আমরা পুরনো দলের সাথে জোট করার ফলে নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে আমরা সরে আসলাম কিনা। আমরা এটা স্পষ্ট করেছি যে, আমাদের জোটটার কিছু রাজনৈতিক জায়গায় ঐক্যমত রয়েছে। মূলত এটা নির্বাচনী একটা জোট। আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে আমাদের যে সংস্কারের দাবি আমরা সেটাকে বাস্তবায়ন করব এবং আমাদের প্রাধন্য থাকবে বাস্তবায়নের চেষ্টা করা। এ কারণে আমাদের ইশতেহারটা আলাদা দিচ্ছি। যদি ১১ দলীয় জোট সরকার গঠন করে তাহলে সরকারের ভিতরে আমাদের অংশীদারীত্ব থাকবে, সরকারের ভিতর থেকে বাস্তবায়নের চেষ্টা চালাবো। যেরকম আমরা অর্ন্তবর্তী সরকারের ভিতরে ছিলাম, আমরা অনেক কিছু চেষ্টা চালিয়েছি অনেক কিছু অর্জন করেছি অনেক কিছু হয়তো ব্যর্থ হয়েছি।