৭৫ শতাংশ এমপিওভুক্ত স্কুল-কলেজকে জাতীয়করণ করবে এনসিপি
ক্ষমতায় এলে আগামী ৫ বছরে দেশের এমপিওভুক্ত ৭৫ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় নিয়ে আসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় দলটি এ তথ্য জানিয়েছে। এ সময় মোট ৩৬ দফার ইশতেহার ঘোষণা করা হয়।
এনসিপির ইশতেহার অনুযায়ী, এমপিওভুক্ত বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য উন্নত এমপিও কাঠামো, পূর্ণ বেতন-ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
৩৬ দফা ইশতেহারের ১৭ ও ১৮তম দফায় শিক্ষা সংক্রান্ত প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। বিস্তারিত ইশতেহারে বলা হয়েছে, পাঁচ বছরের মধ্যে ৭৫% এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে ধাপে ধাপে ও মানদণ্ডভিত্তিক জাতীয়করণের আওতায় আনা হবে। অগ্রাধিকারভিত্তিতে প্রত্যন্ত ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে এবং বাকিগুলোর জন্য উন্নত এমপিও কাঠামো, পূর্ণ বেতন-ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ইশতেহারে শিক্ষকতাকে সম্মানজনক ও আকর্ষণীয় পেশা হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। ইশতেহার অনুযায়ী, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সম্মান পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বহির্বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পৃথক ও প্রতিযোগিতামূলক বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। বেতন কাঠামো প্রতিবছর মুদ্রাস্ফীতি অনুসারে সমন্বয় করা হবে। এ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বেতন নির্ধারণে একক, স্বচ্ছ ও মেধাভিত্তিক মানদণ্ড প্রবর্তন করা হবে। প্রতি বছর একটি সমন্বিত পরীক্ষার মাধ্যমে সকল সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা ও পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করে শিক্ষকতাকে একটি সম্মানজনক ও আকর্ষণীয় পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে।