সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে সব পদ থেকে বহিষ্কার
নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে দলের সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর হয়ে প্রচারণা চালানোর অভিযোগে সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ভিপি মফিজুল ইসলামের সদস্যপদ বাতিল করে সব পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনকে সব ধরনের পদ থেকে বহিস্কার করা হয়। শুক্রবার (৩০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য নোয়াখালী জেলাধীন সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের স্বাক্ষরিত এক চিঠিতে ভিপি মফিজুল ইসলামকে অব্যাহতির আদেশ দেওয়া হয়। বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ।
এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির নির্দেশে উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ড. নজরুল ইসলাম ফারুকসহ আরও ১৮ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।