সাদিক কায়েমের বক্তব্যে ছাত্রদল নেতা হামিমের প্রতিক্রিয়া
‘হাসিনাকে যেভাবে লাত্থি দিয়ে ভারতে পাঠাই দিছি, ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করব’ সাদিক কায়েমের দেয়া এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।
হামিম তার পোস্টে লিখেন, সাদিক কায়েম গতকালকে বক্তব্যে বলেছেন- ‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি,আপনাদের সাথেও সেভাবে DEAL করবো।”
হামিম লিখেন, সাদিক কায়েম শব্দচয়নটা আপনি ঠিকই করেছেন। DEAL মানে সাধারণত “চুক্তি” করাকে বোঝায়। তবে, এবার সে সুযোগ আপনাদের আর হচ্ছেনা।
ছাত্রলীগের মিছিল করে, নৌকা নৌকা শ্লোগান দিয়ে হলে থেকে কিম্বা বিভিন্ন অনুষদ ছাত্রলীগ কমিটির নেতা হয়ে ফ্যাসিবাদী আমলে ভালো থাকার যে চুক্তি করেছিলেন সেটি এবার আর সম্ভব হবেনা।
কেননা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে যেন কোন গুপ্ত , কোন ভন্ড-প্রতারক আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে।
ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম-খুন-হামলা-মামলায় সর্বোচ্চ জর্জরিত দল আমরা।
হামিম আরো লিখেন, আপনার কথায় এখনো ফ্যাসিবাদের টোন রয়ে গেছে। নতুন করে ফ্যাসিবাদী শক্তির সাথে কোন DEAL করেছেন কিনা জানতে ইচ্ছে করে।
তিনি লিখেন, ফ্যাসিবাদের খেয়েছেন , DEAL বজায় রাখলেও রাখতে পারেন। তবে, আমরা কিন্তু কারো কাছে জিম্মি রেখে / DEAL করে রাজনীতি করিনি।
হুঁশিয়ারি দিয়ে হামিম আরো লিখেন, মুখের ভাষা ভালো করুন, কন্ঠে গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধির সুর আনুন। নতুবা ছাত্রলীগ যে পথে বিতাড়িত হয়েছে তাদের সুযোগ্য উত্তরসূরী হিসেবে আপনাদেরও ভারতের পাশের কোন রাষ্ট্রে যেতে হবে।
উল্লেখ্য, দেশের ৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদের’ আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে গণজমায়েতে ‘আপনারা কি সেই হাসিনা হতে চান..? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাত্থি দিয়ে ভারতে পাঠাই দিছি; ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করব’ বলে মন্তব্য করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েম।