ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
ফেনীতে জামায়াতের নির্বাচনি জনসভায় হাজারো মানুষের ঢল নেমেছে। জনসভা শুরুর আগেই জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় পরিপূর্ণ হয়ে গেছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে আশপাশের এলাকা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বাস, মাইক্রো, ট্রাকসহ বিভিন্ন যান ব্যবহার করে আসা নেতাকর্মীরা শহরের প্রবেশমুখে এসে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও ঈগল শোভা পাচ্ছে। আবার দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি, মাফলার পরে এসেছেন বহু নেতাকর্মী।
ছাগলনাইয়া থেকে আসা বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আবছার মজুমদার বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের লক্ষ্যে গণজোয়ার উঠেছে। আমরা যে সাম্য-স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি তা আজও বাস্তবায়ন হয়নি। আশাকরি এবার সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়তে পারব।
জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, নির্বাচনি জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এ জনসভা থেকে জামায়াতের আমির নেতাকর্মীদের নির্বাচন নিয়ে দিক-নির্দেশনা দিবেন। দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। আমিরের এ আগমন ঘিরে স্থানীয় রাজনীতিতে উৎসবের আমেজ বইছে। নির্বাচনেও এটির ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদী।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থককে জরিমানা
এর আগে সকাল ৮টা থেকে এ জনসমাবেশ শুরু হয়েছে। জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন। এছাড়াও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ১১ দলীয় জোট সঙ্গী দল গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডাকসু ভিপি সাদিক কায়েম, জাকসু জিএস মাজহারুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জনসভায় ফেনী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনে ১১ দলীয় জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও ফেনী-৩ আসনের জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিককে পরিচয় করিয়ে দেবেন ডা. শফিকুর রহমান। একইসঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানাবেন তিনি।
এদিকে আজ ও আগামীকাল জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ফেনী ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর এবং বিভিন্ন জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।