৩০ জানুয়ারি ২০২৬, ০৪:০৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার

স্বেচ্ছাসেবক দল  © সংগৃহীত ও সম্পাদিত

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের জেলা ও উপজেলা পর্যায়ের ছয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক আহসান হাবীব ভূঁইয়া রুবেল, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমান খান উজ্জ্বল ও সদস্য ঈদি আমিন, কেন্দুয়া উপজেলা শাখার আহ্বায়ক মো. ফরিদ আহমেদ ও সদস্য মো. কামাল হোসেন এবং কেন্দুয়া পৌর শাখার আহ্বায়ক শাওন খন্দকার জুয়েল।

বৃহস্পতিবার দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এতে উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।