নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ
নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত করতে এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ আরও সক্রিয় করার লক্ষ্যে ঢাকা-১৬ আসনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘ঢাকা-১৬ উইমেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পল্লবী সরকারি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।
অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টুর্নামেন্টে ঢাকা-১৬ আসনের চারটি ওয়ার্ডের সাতটি মহল্লা থেকে মোট ৩০টি দল অংশ নিচ্ছে। তিনটি পৃথক ভেন্যুতে এই প্রতিযোগিতায় মোট ৬০ জন নারী প্রতিযোগী তাদের ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক নারী ক্রীড়াবিদদের এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের কাছে যাওয়ার পাশাপাশি সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অধিকার ও তাদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা জরুরি।
তিনি দেশের নারী ফুটবল ও ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের উদাহরণ টেনে বলেন, বাংলাদেশের নারীরা বর্তমানে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছেন। কিন্তু এখনো কিছু গোষ্ঠী নারীদের অধিকার থেকে বঞ্চিত করার এবং তাদের পিছিয়ে রাখার চেষ্টা করছে। এই প্রতিকূলতার মাঝেই নারীদের সমান সুযোগ নিশ্চিত করতে তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে স্পোর্টস নিয়ে যে আধুনিক ভাবনা রয়েছে, তারই অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক জানান, বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে একটি আধুনিক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। চতুর্থ শ্রেণি থেকে জাতীয় শিক্ষাক্রমে পাঁচটি ইভেন্ট নিয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পাশাপাশি সারা দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার দায়িত্ব নেবে রাষ্ট্র। এছাড়াও খেলোয়াড়দের শিক্ষা এবং পরবর্তীতে কর্মসংস্থানের বিষয়ে তিনি নিশ্চয়তা প্রদান করেন। বিশেষ করে খেলাধুলা শেষে খেলোয়াড়দের হতাশা দূর করতে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগের স্থায়ী ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।