২৯ জানুয়ারি ২০২৬, ২০:৫২

রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামিল হিজাযী  © সংগৃহীত

ধর্মীয় ও অর্থনৈতিক বিশদগার ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় জামায়াত জোট সমর্থিত রাজবাড়ী-২(পাংশা,কালুখালী,বালিয়াকান্দি) আসনের প্রার্থী জামিল হিজাযী। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও এনসিপির জেলা সমন্ময় কমিটির প্রধান সমন্ময়কারী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাংশা শিল্পকলা একাডেমীতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে প্রার্থী জামিল হিজাযী বলেন, আমার বিরুদ্ধে ধর্মীয় অশ্লীলতা এবং অর্থের বিনিময়ে মনোনয়ন কিনেছি বা টাকা পেলে নির্বাচন থেকে সড়ে যাব বলে অপপ্রচার ছড়ানো হচ্ছে। কিন্তু আমি এই ধরনের মানুষই না। তাছাড়া ইসলাম বিদ্বেষী কিছু করেছি তারও কোন নজির নাই। আমার সম্পর্কে যারা মন্তব্য করছে তাদের সম্পর্কে খোজ নিলে অনেক তথ্য পাওয়া যাবে।

তিনি আরও বলেন, আমি এক ভোট পেলেও বিক্রি হবার মত মানুষ না। আপনারা অপপ্রচারে কান না দিয়ে সত্য ও জামায়াত-এনসিপি জোটের সাথে থাকুন। সকলে মিলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে আপনারা শাপলা কলিকে ভোট দেবেন। তাহলে এই দেশে সুখি, সমৃদ্ধশালী একটি নতুন রাজনীতির বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, যা অত্যন্ত নিন্দনীয়।

এসময় সংবাদ সম্মেলনে পাংশা পৌর ও উপজেলা জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচন পরিচালনাকারী নেতারা উপস্থিত ছিলেন।