২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪৩

শেরপুরে জামায়াত নেতা নিহতে প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি -এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ  © টিডিসি ফটো

বিএনপির নেতাকর্মীদের হামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু ও দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি -এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ। আজ বুধবার (২৯ জানুয়ারি) দলটির মিডিয়া সেল এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। 

বার্তায় বলা হয়, শেরপুরে বিএনপি’র সন্ত্রাসী হামলায় জামায়াতের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের শাহাদাত এবং দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতার জাতীয় নাগরিক পার্টি -এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হবে।

এতে আরও জানানো হয়, সন্ধ্যা ৭.৩০ টায় বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মশাল মিছিল অনুষ্ঠিত হবে।