২৮ জানুয়ারি ২০২৬, ২২:০৬

একটি দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্তি করছেন: নুরুল ইসলাম

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন  © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, একটি রাজনৈতিক দলের কর্মীরা পরিকল্পিতভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। 

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, 'একটি রাজনৈতিক দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তালিমের কথা, নামাজ-রোজার কথা বলে নারী ভোটারদের সঙ্গে কথা বলছে। এসব আমলের কথা বলা নিঃসন্দেহে ভালো, কিন্তু এর পেছনের উদ্দেশ্য ভালো নয়। তারা ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করতে চাইছে।'

তিনি বলেন, 'আমরা শুনেছি ভোটের আগে মা-বোনদের বিকাশ কিংবা অন্য ডিজিটাল মাধ্যমে খুচরা টাকার বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। অর্থের বিনিময়ে নারীদের মূল্য নির্ধারণ করার এই মানসিকতা অত্যন্ত ঘৃণ্য।'

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, '১৯৭১ সালে যাদের কাছে মা-বোনদের কোনো সম্মান ছিল না, তারাই আজ নারীদের অধিকারের কথা বলছে। সেই সময় তারা কম বয়সি মেয়েদের পাকবাহিনীর হাতে তুলে দিয়েছে। আজ হঠাৎ করে তারা নারীদের দরদ দেখাতে শুরু করেছে এটা জনগণ ভালোভাবেই বুঝে।'

নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে বিএনপির ভূমিকা তুলে ধরে নয়ন বলেন, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সন্তানের পরিচয়ে বাবার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করার মতো যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন তিনি। এটি নারীর মর্যাদা প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক পদক্ষেপ।'

তিনি আরও বলেন, 'ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের প্রতিটি অধিকার নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে নারীরা সমান সুযোগ পাবে। বিএনপি সরকার গঠন করলে অসহায় ও দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা নিয়মিত সহায়তা পাবে। পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং যুব সমাজের বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ করা হবে।'

নারীদের উদ্দেশে সরাসরি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইভটিজিংকারী, মাদক কারবারি কিংবা সমাজবিরোধীদের যদি পুলিশের হাতে তুলে দিতে পারেন, তাহলে আমি আপনাদের পাশে থাকবো। নারীদের সাহসই সমাজ পরিবর্তনের বড় শক্তি।'