২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী

বামে আমিনুল ইসলাম বাদশা  © সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বিদ্রোহী প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশ শেষে তারেক রহমানের নির্দেশে তিনি এই সিদ্ধান্ত নেন।

দলীয় সূত্র জানায়, ময়মনসিংহের সমাবেশ শেষে তারেক রহমান আমিনুল ইসলাম বাদশাকে তার ব্যক্তিগত গাড়িতে ডেকে নেন। সেখানে আলাপকালে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষের আনুষ্ঠানিক প্রার্থী মাহমুদুল হক রুবেলের পক্ষে কাজ করার নির্দেশ দেন। দলীয় প্রধানের প্রতি সম্মান জানিয়ে বাদশা তাৎক্ষণিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। পরে দুই নেতাকে সার্কিট হাউজের সামনে ভিডিও বার্তার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করতে দেখা যায়।

আরও পড়ুন: আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নিজেকে দলের পরীক্ষিত কর্মী দাবি করে আমিনুল ইসলাম বাদশা বলেন, ‘চেয়ারম্যান আমাকে ডেকে নিয়ে যেভাবে সম্মান দিয়েছেন, তাতে আমি কোনো দ্বিধা ছাড়াই প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তারেক রহমান আমাকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং মাহমুদুল হক রুবেলকে বলেছেন আমার উপদেশ মেনে দল পরিচালনা করতে।’

শেরপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, ‘দলীয় প্রধানের নির্দেশে আমিনুল ইসলাম বাদশা যে ত্যাগের পরিচয় দিয়েছেন, আগামী দিনে তাকে প্রাপ্য মর্যাদা দেওয়া হবে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা এখন থেকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করব।’

উল্লেখ্য, আমিনুল ইসলাম বাদশা ঝিনাইগাতী উপজেলার জনপ্রিয় একজন নেতা। তিনি ইউপি সদস্য থেকে শুরু করে তিন মেয়াদে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি ‘আঞ্চলিকতার’ ডাক দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, যার ফলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।