‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন বলেছেন, আমরা ধৈর্য ধরবো, নির্বাচনের পরিবেশকে ঠিক রাখার চেষ্টা করবো। কেউ যদি এই ধৈর্যকে দুর্বলতা মনে করে তাহলে ভুল করবেন। এই জামায়াতে ইসলামীর ছাত্রশিবির যখন জেগে উঠবে, তখন পালানোর জায়গা পর্যন্ত পাবেন না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে প্রত্যেকটি ইউনিয়নে তাদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন এ প্রার্থী। তিনি বলেন, আজকে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের মহিলারা যখন ভোট চাইতে যাচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছে। বলছে এই এলাকা হলো আমাদের বিএনপির। এই এলাকায় আপনাদের ঢুকতে দেবো না। মনে হচ্ছে গ্রামটা সরকার তাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। রেজিস্ট্রি করে দিয়েছে কি না ভাই?
দেলাওয়ার হোসেন বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের এক ইঞ্চি জমিন আমরা কারও হাতে ছেড়ে দিতে পারি না। প্রত্যেকটি মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার এই রাষ্ট্র আমাকে দিয়েছে। কেউ এই কাজে বাধা দিলে আমরা প্রতিরোধের দেয়াল গড়ে তুলবো।
তিনি আরও বলেন, আমরা চাই সবাই সমানভাবে নির্বাচনের কাজ করবে। সবাই ভোটারদের কাছে তাদের আহ্বান তুলে ধরবে। জনগণ আশ্বস্ত হয়ে যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন।
শিবিরের সাবেক এ কেন্দ্রীয় সভাপতি বলেন, আগে আমরা যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি ও জুলুম দেখেছিলাম, ৫ আগস্টের পর শুধু হাত বদল হয়েছে কিন্তু কাজের কোনো পরিবর্তন হয়নি।
দেলাওয়ার হোসেন আরও বলেন, আমরা কাজ করতে চাই, আমরা চাঁদাবাজি-দুর্নীতি পছন্দ করি না। আমরা মানুষ ঠকানো পছন্দ করি না। আমরা মানুষকে হুমকি-ধমকি পছন্দ করি না।