২৭ জানুয়ারি ২০২৬, ১৭:১৯

১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান

বক্তব্য রাখছেন তারেক রহমান  © বিএনপির অফিসিয়াল পেজ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ওইদিন সবাই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন। আল্লাহর কাছে রহমত চাইবেন। যাতে সারা দেশে ধানের শীষ জয়যুক্ত হতে পারে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। সমাবেশে ময়মনসিংহ বিভাগের আওয়াতাদীন জেলা নেত্রকোণা,জামালপুর, শেরপুর জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেয়।

তারেক রহমান বলেন, আল্লাহ কাছে রহমত চেয়ে তারপরে এলাকার মানুষদেরকে নিয়ে মুসলমান হলে ভোট কেন্দ্রের পাশের মসজিদে নামাজ পড়বেন। অন্য ধর্মের মানুষরা তারা ভোরবেলা যেই ধর্মীয় আচার অনুষ্ঠান করে সেটা তারা পালন করবেন। পরে ভোট কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়াবেন। ভোট দেওয়া শুরু হলে সাথে সাথে ভোট দেবেন ইনশাল্লাহ। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না, কী করতে হবে? সেখানে থাকতে হবে। করায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, কেন এই কথাটা বললাম জানেন? বহু বছর হয়ে গেছে, আমরা তো ভোট দেওয়ার সুযোগ পাইনি। যেহেতু আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। এর আগে বিভিন্নজন বিভিন্নভাবে আমাদের ভোট লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক বলে বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমার প্রশ্ন ২০০১ থেকে ২০০৬ সাল তাদের দুইজন সদস্য বিএনপির সরকারে ছিলো। বিএনপি যদি এত খারাপ হয় তাহলে তারা কেন তারা পদত্যাগ করে চলে আসেনি। কারণ তারা জানতো খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করতো এবং খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। সব আন্তর্জাতিক পরিসংখ্যান বলেন খালেদা জিয়ার সময় দুর্নীতির করাল ঘাস থেকে বের হতে শুরু করে। কারণ তার আগে যে স্বৈরাচার সরকার ছিলো তারা দুর্নীতিতে নিমজ্জিত ছিলো। যেদল বিএনপিকে এইভাবে দোষারোপ করে তাদের দুই সদস্য বিএনপি সরকারের প্রথম থেকে শেষদিন পর্যন্ত সরকারে থাকায় প্রমাণ করে নিজেদের মানুষ সম্পর্কে কতবড় মিথ্যা কথা বলছে।