২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১১

গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো  © সংগৃহীত

ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জোড়ালো হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। কৌতূহল ও আগ্রহ বেড়েছে ভোটারদের। থেমে নেই গোপালগঞ্জ- ০২ আসনও। নির্বাচিত হতে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রচারণা চালাচ্ছেন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ একাধিক দলের প্রার্থীরা। এতে করে নির্বাচনের পুরো আমেজ ফিরেছে লোকালয়ে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের চৌরঙ্গী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে. এম. বাবর। এ সময় তিনি বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে তার সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হুসাইন সিকদার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন। তিনি তার দলীয় প্রতীক হাতপাখায় ভোট চেয়ে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।