২৭ জানুয়ারি ২০২৬, ০১:০২

রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ

বাঁ থেকে রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো. নুরন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব মো. আতিকুল ইসলাম লেলিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন  © টিডিসি ফটো

ধানের শীষের স্থানীয় প্রার্থীর পক্ষে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন না করার অভিযোগে রংপুর মহানগর যুবদলের তিন শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সোমবার (২৬ জানুয়ারি) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত আদেশে এই কারণ দর্শানোর নোটিশ করা হয়।

অভিযুক্ত নেতারা হলেন, রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো. নুরন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব মো. আতিকুল ইসলাম লেলিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন।

কেন্দ্রীয় যুবদলের নোটিশে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের স্থানীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় তাঁদের ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।এ কারণে তাঁদের বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এবিষয়ে রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন বলেন, শোকজের কাগজ দেখেই আমি ধানের শীষের প্রার্থী ও মহানগর বিএনপি আহবায়ক শামু ভাইকে কল দিয়েছি। ওনি নিজেও এই বিষয়ে জানেন নাহ। আমি দলের নির্দেশনা অনুযায়ী গঙ্গাচড়ায় প্রচারণার দায়িত্ব পালন করেছি। রংপুরে ফিরে শামু ভাইয়ের সঙ্গে এবিষয়ে কথা বলবো।

রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন জানান,কি কারণে আমাকে এই শোকজ দেয়া হয়েছে। আমি নিজেও জানি নাহ। আমি দলের নির্দেশনা অনুযায়ী সব প্রচারণায় অংশগ্রহণ করতেছি। আমার স্বপক্ষে ব্যাখ্যা দেয়ার মতো যথেষ্ট প্রমাণ আছে।

রংপুর -৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু জানান, আমি কারো বিরুদ্ধেই কেন্দ্রে অভিযোগ দায়ের করিনি। যে তিনজনকে আজকে শোকজ করা হয়েছে,তারা হয়তো কোন সাংগঠনিক সিদ্ধান্তের ব্যত্যয় ঘটিয়েছে। এটি আমার জানার বাহিরে।