২৬ জানুয়ারি ২০২৬, ২১:০২

সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান

তারেক রহমান  © ফাইল ছবি

যেসকল মা-বোনদের সংসার আছে কেবল তাদেরকেই ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৬ জানুয়ারি) নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণা সভায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে আমরা নারীদের লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি তাদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী/স্বচ্ছল করে তুলতে চাই। এজন্য আমরা ধীরে ধীরে এলাকার সব মা-বোনদেরকে ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে মা-বোনদের কাছে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই। যেসকল মায়েদের সংসার আছে, নারীদের সংসার আছে এটা শুধু তারা পাবে। এর মাধ্যমে আমরা প্রতিমাসে মা বোনদের হাতে কিছু সহযোগিতা পৌঁছে দিতে চাই। যাতে করে তাদের সংসার চালানো কিছুটা হলেও সহজ হয়। যাতে করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে।

কৃষকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দিতে চাই। আমরা সারা বাংলাদেশে কারা কারা ক্ষুদ্র কৃষক আছে, কারা কারা মাঝারি কৃষক আছে, কারা কারা প্রান্তিক কৃষক আছে তা বের করেছি। এই কার্ডটা (কৃষি কার্ড) আমরা কৃষক ভাইদের হাতে দিব। এর মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে অন্তত বছরের একটি ফসলের প্রয়োজনীয় সার, কীটনাশক বা বীজ পৌঁছে দিব। এইভাবে যদি তাদের সহযোগিতা করতে পারি, আমরা বিশ্বাস করি ধীরে ধীরে আগামী কয়েকবছরের মধ্যে তারা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।

এছাড়াও বক্তব্য প্রদানকালে তিনি নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ব্যক্ত করেন। পাশাপাশি হাতিয়ার নানান সমস্যার কথা তুলে ধরেন এবং নির্বাচিত হলে সেসব দূরীকরণের আশ্বাস দেন।

উল্লেখ্য, গতকাল রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ ৪ জেলায় ছয়টি নির্বাচনি জনসভায় সশরীরে অংশগ্রহণের পর আজ হাতিয়া উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণায় উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে তিনি বক্তব্য প্রদান করেন।