২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫

২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমান  © সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে তার এই সফর। ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) গুলশান ৯০ নম্বরে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের চেয়ারম্যানের ময়মনসিংহের নির্বাচনী সফর সম্পর্কে জানান কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য মাহ্দী আমিন।

এদিকে তারেক রহমানের সফর উপলক্ষে সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। এতে দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেন, সড়কপথে মঙ্গলবার বেলা ২টায় তারেক রহমান ময়মনসিংহে পৌঁছে সার্কিট হাউজ মাঠের সমাবেশে অংশ নেবেন।

আলম বলেন, এর আগে ২০০৩ সালে তারেক রহমান ময়মনসিংহে এসেছিলেন। উনার আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। সার্কিট হাউজ মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে।

সংবাদ সম্মেলনে ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিহং-৫ (মুক্তাগাছা) আসনের প্রার্থী জাকির হোসেন বাবলু, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন উপস্থিত ছিলেন।

একইদিন বিএনপি চেয়ারম্যান ফেরার পথে সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠ এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। তিনি জানান, চেয়ারম্যানের নির্বাচনী সফর উপলক্ষে সোমবার গাজীপুরে প্রস্তুতি সভা করা হয়েছে। নেতাকর্মীরা প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে প্রাণপ্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছেন। তাদের মধ্যে এত উচ্ছাস ও উত্তেজনা বিরাজ করছে যে, আমাদের প্রস্তুতি সভাটিই রীতিমত জনসভাতে পরিণত হয়েছিল। টিটো জানান, উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য শেষে রাতে চেয়ারম্যান গুলশানে নিজ বাসভবনে পৌঁছাবেন।