বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
বেনাপোলে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বেনাপোল কাস্টমস হাউস।
দিবসটির সূচনা হয় সকালে বর্ণাঢ্য আয়োজনে। এ সময় বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিনের শুভ উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ। এরপর বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার আব্দুল হাকিম।
আরও উপস্থিত ছিলেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা, যুগ্ম কমিশনার রাহাত হোসেন, যুগ্ম কমিশনার সাকিব রায়হান ও যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেলসহ কাস্টমস ও রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে কাস্টমস কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, রাজস্ব আদায় শুধু একটি দপ্তরের কাজ নয়, এটি রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ অংশ। একটি দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের সব নাগরিককে নিয়মিত ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, কাস্টমস ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে রাজস্ব আহরণ যেমন বাড়বে, তেমনি বাণিজ্য কার্যক্রমও আরও গতিশীল হবে।
সভায় বক্তারা আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ, চোরাচালান রোধ এবং রাজস্ব ব্যবস্থাপনায় কাস্টমস বিভাগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করার ওপরও আলোচনা করা হয়।