২৬ জানুয়ারি ২০২৬, ১৪:২৫

দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল  © ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বহিষ্কার হওয়া দুই নেতাকে দলে ফিরিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। আজ সোমবার (২৬ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য খুলনা মহানগরের অন্তর্গত সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য মো. নূর আলম নুরু এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আতাউর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। 

আরও পড়ুন: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও প্রার্থীসহ চার নেতা বহিষ্কার

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২৬ জানুয়ারি তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।