বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
যশোরের অভয়নগরে বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন নওয়াপাড়া পৌর বিএনপির পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. মুজিবর রহমান। তার সঙ্গে অর্ধশতাধিক কর্মী-সমর্থকও জামায়াতে যোগ দেন।
রোববার (২৫ জানুয়ারি) নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগদান করেন।
এ সময় যশোর-৪ (৮৮) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক নেতা মো. মুজিবর রহমান বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। নওয়াপাড়া পৌরসভার দুইবারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি এবং পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলাম। ব্যক্তিগত ও অনিবার্য কারণে আমি গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপির সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করেছে। এ কারণেই জামায়াতের রাজনীতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমি নির্বাচনী প্রচার কার্যক্রমে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সঙ্গে অন্তত ৫০ জন কর্মী-সমর্থক জামায়াতে যোগ দিয়েছেন।
অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হোসেন বলেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক নেতা মো. মুজিবর রহমান তার অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কথা বলে এবং সাধারণ মানুষের পাশে থাকে। চাঁদাবাজি, দখলদারি ও অনিয়ম-দুর্নীতির সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তাই আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা অনুযায়ী জামায়াত সরকার গঠন করবে ইনশাআল্লাহ।