নির্বাচনে জামায়াতে ইসলামীর সর্বকনিষ্ঠ প্রার্থী আমির হামজা
চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ডামাডোল। এতে এককভাবে ২২৪ আসনে প্রার্থিতা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীরা প্রার্থীরা। এমন অবস্থায় আগ্রহ তৈরি হয়েছে, নির্বাচনে সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী কে? প্রবীণ প্রার্থীই বা কে রয়েছেন?
তথ্য ঘেঁটে দেখা গেছে, এ বছর নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে ইসলামী দলটির প্রার্থীতা করছেন কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী ধর্মীয় বক্তা আমির হামজা। ব্যক্তিগত হলফনামায় নিজের বয়স ৩৩ বছর ২ মাস উল্লেখ করেছেন এই প্রার্থী।
উইকিপিডিয়ার তথ্যমতে, আমির হামজা ১৯৯২ সালের ২৮ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড ডাবিরাভিটায় জন্মগ্রহণ করেন। পিতা মুহাম্মাদ রিয়াজ উদ্দিন পেশায় একজন কৃষক। কওমি মাদ্রাসায় পড়ুয়া আমির হামজা হেফজ শেষ করার পর আলিয়া মাদ্রাসাতেও পড়াশোনা চালিয়েছেন বেশ কিছু দিন। পরে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
জামায়াতের সবচেয়ে প্রবীণ দুজন প্রার্থীর বয়স ৭৭ বছর—ঠাকুরগাঁও-৩ আসনের মিজানুর রহমান ও গোপালগঞ্জ-১ আসনের মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা।
ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী আছেন বিএনপির, ২৮৮টি আসনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছেন ২৫৩ আসনে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আছেন ৩২টি আসনে।