জার্মানিতে ধানের শীষের পক্ষে প্রচারণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে আহ্বান জানিয়ে বিএনপি জার্মানি শাখার উদ্যোগে প্রচার-প্রচারণা কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল (২৪ জানুয়ারি) জামানির ফ্রাংকফুর্ট শহরের সালবাউ নিদ-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জার্মান বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রেজার সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক নিয়াজ হাবিবের সঞ্চালনায় ধানের শীষ প্রতীককে মুক্তির প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক এবং মুক্তিযাদ্ধাদের প্রতীক আখ্যায়িত করে বক্তারা বলেন, এই নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র রক্ষা করার চ্যালেঞ্জ। শত প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে তারা ভোট দিতে আসবে। জনগণ আজ জেগে উঠেছে, তারা ফেব্রুয়ারির ১২ তারিখ ভোট বিপ্লব ঘটাবে।
জার্মান বিএনপির নেতারা ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের মালিকানা বুঝে নিতে আপনার রায় দিতে ভোটকেন্দ্রে আসুন। সবাই মিলে ভোট পাহাড়া দেন। ভাষা শহীদদের স্মরণে এই মাসে দেশের কল্যাণে ভোট রক্ষা করা আমাদের পবিত্র আমানত।
নেতৃবৃন্দ নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ইতোমধ্যে যে বিতর্কের জন্ম দিয়েছেন তার দৃশ্যমান অবসান করতে হবে। কোন পক্ষ হয়ে কাজ করলে জনগণ তার জবাব দেবে। পোস্টাল ভোটের যে জালিয়াতি ইতিমধ্যে জনগণ অবলোকন করেছে তাতে ভোটাররা শঙ্কিত এবং মেকানিজমের চক্রান্ত এখন জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে যে, তারা স্বাধীনতাবিরোধী একাত্তরের পরাজিতদের পরিকল্পনা অনুযায়ী একটি কারচুপির নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। ইসি চাচ্ছে না যে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।
আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভুমিকা পালনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আপনারা দেশের সন্তান। দেশের প্রতি আপনাদেরও দায়িত্ব আছে। এতদিন সরকারের চাপে যা করেছেন এখন সময় এসেছে সিদ্ধান্ত গ্রহনের। দেশের কল্যাণের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতা করুন। দেশ আপনাদের অবদান স্বরণ করবে।
সভাপতির বক্তব্যে মাসুদ রেজা বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাতে বোনা, শহীদ জিয়ার রক্তস্নাত, বেগম খালেদা জিয়ার লালিত ধানের শীষ। স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতীক ধানের শীষ, অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রতীক ধানের শীষ, মুক্তিযুদ্ধের প্রতীক ধানের শীষ। সামাজিক ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতীক ধানের শীষ। কৃষক, শ্রমিক, মেহনতি জনগণের প্রতীক ধানের শীষ। আপনার-আমার সকলের প্রতীক ধানের শীষ। তাই ধানের শীষের সম্মান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান শফিকুল ইসলাম বলেন, আপসহীন দেশনত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার পূণপ্রতিষ্ঠা, বাক স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আজ সময় এসেছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোজাম্মেল হক, আনিসুর রহমান শামীম, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, কাউসার শামীম, মঞ্জু সরকার, রেজাউল করিম অন্তর, গোলাম আহমেদ ভূঁইয়া, আল আমিন রিয়াজ প্রমুখ।