২৫ জানুয়ারি ২০২৬, ১২:০৯

ঢাকার তিন আসনে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জামায়াতের লোগো  © টিডিসি সম্পাদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আওতাধীন তিন আসনের নির্বাচনী জনসভা আজ (রবিবার) অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় দলটির আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন। 

ঘোষিত সফরসূচি অনুযায়ী, প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে ঢাকা-৫ আসনে। এ জনসভাটি যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

এরপর ঢাকা-৬ আসনে দ্বিতীয় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে। এ জনসভার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা।

দিনের শেষ নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হবে ঢাকা-৭ আসনে। বখশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদরাসা মাঠে বিকাল ৪টায় এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।