শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমানা
ফেনীর সোনাগাজীতে মাদরাসার শিক্ষার্থীদের বিএনপির নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করানোর দায়ে এক শিক্ষককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকালে সোনাগাজীর চরদরবেশ এলাকায় ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নির্বাচনি প্রচার-প্রচারণা করেন। সেখানে আশরাফুল উলুম আকবরিয়া মাদরাসার শিক্ষার্থীরা সড়কে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন। এ সময় মাদরাসার শিক্ষক মোশাররফ হোসেন শিক্ষার্থীদের প্রচারণায় অংশগ্রহণে উৎসাহ দেন। পাশাপাশি প্রার্থী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে উৎসাহ প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া বলেন, শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণার অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারার আওতায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক মোশাররফ হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সচেষ্ট রয়েছে।