ঢাক-ঢোল পিটিয়ে এনসিপির নির্বাচনি থিম সং প্রকাশ
মাটিতে মাদুর পেতে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে (শহীদ হাদি চত্বর) জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে থিম সং লঞ্চ করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এই থিম সং উদ্বোধন করেন।
আসিফ মাহমুদ বলেন, আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি রাজপথ থেকে যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। আমরা খুব ফ্যান্সিভাবে ফাইভ স্টার হোটেল ভাড়া করে সেলিব্রেটিদের এনে করতে পারিনি। আমরা মনে করছি এখানে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন আছেন, আমাদের হরিজন সম্প্রদায়ের মানুষজন আছেন এবং আমরা তাদের রিপ্রেজেন্ট করি। আমরা তাদেরকে সাথে নিয়েই আমাদের থিম সং লঞ্চ করতে চেয়েছি। এমন কোনো জায়গায় লঞ্চ করতে চাইনি যেখানে তাদের প্রবেশ করার অধিকার নেই।
এনসিপির এই মুখপাত্র আরও বলেন, আমরা এই থিম সং এর মাধ্যমে আমাদের পার্টির এবং নির্বাচনে আমরা কী কী কনসেপ্ট নিয়ে আসছি এবং একই সাথে শাপলা কলিকে পরিচিত করানো এই সবকিছু মিলিয়ে আজকের এই থিম সং। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো আউটপুট পেতে। আপনাদের সবার ভালো লাগবে এই প্রত্যাশা রাখছি।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অর্থ ও ফান্ডরেইজিং উপকমিটির প্রধান ফরহাদ সোহেল থিম সং উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে দলের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি ও অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।