২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩২

আমরা কারও লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

পলাবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০-দলীয় নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান  © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারও লাল চোখকে ভয় করি না। আমরা কারও ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক, সেটাও সহ্য করব না।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০-দলীয় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

উত্তরাঞ্চলের নদীগুলোকে মেরে ফেলা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সুযোগ পেলে তিস্তা মহাপরিকল্পনাকে আমরা বাস্তবায়ন করে যাব। নদীর জীবন ফিরে এলে উত্তরাঞ্চলের মানুষেরও জীবন ফিরবে।’

তিনি বলেন, ‘আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দেব। তবে চাঁদাবাজদের ভয় না পাবার কথাও বলেন। আমরা কাউকে ভাতা নয়, কাজ দেব। আপনাদেরও কাজ দেব। আমরা আপনাদরেক সম্পদে পরিণত করতে চাই।’

‘আমরা আপনাদে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং কাজ দিতে চাই’ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই মাটিকে আমরা ভালোবাসি। এ কারণে শত জুলুমের পরও আমরা কোথাও চলে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার ৫ টি সংসদীয় আসনের ১০-দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

 তবে এই আসনে সবকটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থী। জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী নেই।

প্রতীক তুলে দিয়ে জামায়াত আমির বলেন, ‘এই পাঁচজনকে আপনাদের কাছে আমনাত হিসেবে রেখে গেলাম। এই আমানতকে আপনারা আমাদের উপহার দেবেন।’

নির্বাচনী প্রচারণায় ঢাকার বাইরে শুক্রবার থেকে শুরু হয় ১০-দলীয় জোটের সমাবেশ। প্রথম দিন পন্হগড়, ঠাকুরগাঁও,  দিনাজপুর এবং রংপুরে সমাবেশ করেন ডা. শফিকুর। আজ শনিবার গাইবান্বধা, বগুড়া,  সিরাজগঞ্জ এবং পাবনায় নির্বাচনী প্রচারণা সমাবেশে অংশ নিচ্ছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।