২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩১

সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্নান মাসউদের

বক্তব্য রাখছেন আব্দুল হান্নান মাসউদ  © সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যারা কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তারাও চাইলে ১০ দলীয় জোটে আসতে পারেন। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হান্নান মাসউদ বলেন, প্রবাসীদের আর্থিক সহযোগিতার কারণেই নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে প্রচার–প্রচারণা চালানো সম্ভব হচ্ছে।

তিনি বলেন, নির্বাচিত হলে হাতিয়ায় প্রবাসীদের জন্য ফ্রি যাতায়াত ব্যবস্থা চালু করা হবে, ইনশাআল্লাহ।

পথসভায় হাতিয়া উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহান উদ্দিন, শাহবাগ থানা আমির অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, এনসিপি হাতিয়ার প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।