২৪ জানুয়ারি ২০২৬, ০১:১১

ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে: আমীর খসরু

নির্বাচনী গণসংযোগকালে আমীর খসরু  © টিডিসি ছবি

ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন না করে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব নয়, দিন শেষে এসব কৌশল টেকে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিনে পতেঙ্গা থানা এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় চরবস্তি, বিজয়নগর, ফুলছরি পাড়া, নিজাম মার্কেট ও দক্ষিণপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

আমীর খসরু বলেন, জনগণ আজ উৎফুল্ল ও আনন্দিত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। নির্বাচিত সরকার এলে জনগণের কাছে জবাবদিহিতা ও সচ্ছলতা থাকবে। সবচেয়ে বড় কথা, দেশে গণতন্ত্র ফিরে এসেছে, মানুষ তাদের মালিকানা ফিরে পাচ্ছে।

তিনি বলেন, যারা আগামী নির্বাচন বানচাল করতে চায় এবং যাদের মানুষের ওপর আস্থা নেই, তারা নানা চেষ্টা করবে। কিন্তু এসব করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না। যারা এমন কাজ করবে, জনগণ ব্যালটের মাধ্যমেই তাদের প্রতিহত করবে।

গণতন্ত্রের এই ক্রান্তিলগ্নে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে, উল্লেখ করে তিনি বলেন, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় রেখেছিল, বেগম খালেদা জিয়ার সময় রেখেছিল, তেমনি এবারও দেশনায়ক তারেক রহমানের ওপর আস্থা রাখছে জনগণ।

এ সময় বিএনপি নেতা নুরুল আফসার, মো. ইসমাইল, আব্দুস সাত্তার, মোহাম্মদ নাজিম উদ্দিন, মো. আজম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।