নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারণায় ডিম নিক্ষেপ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারণায় ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকায় গণসংযোগকালে এই ঘটনা ঘটে।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডিমের পাশাপাশি ওপর থেকে নোংরা পানিও ছুড়ে মারা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দিতে থাকেন।
তবে পরিস্থিতি শান্ত রাখতে নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান। এসময় ডিম নিক্ষেপকারীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আল্লাহ্ আপনাদের হেদায়েত দান করুন, চাঁদাবাজি থেকে মুক্তি দিক,সন্ত্রাসীদের থেকে মুক্তি দিক।